জানতে হবে মানতে হবে
- মহাদেব দাশ
বাঁচতে হলে জানতে হবে নিয়মটাকে মানতে হবে
করোনাকে করো না ভয়।
বাহির থেকে এলে পরে হাতটাকে ধুয়ো ভালো করে
করোনাকে যেন করতে পারি জয়।।
মুখে মাক্স দিও ভাই তিন ফুট দুরে থাকা চাই
সামাজিক দুরত্ব মেনে চলো।
অকারনে বাহিরে বের হয়ো না নিজের বিপদ ডেকো না
করোনাকে গুডবাই বলো।।
বিদেশ থেকে এলে পরে থাকরো মোরা নিজের ঘরে
নিজে পরিবার ও অন্যকে বাঁচাই।
থাকতে হবে মাত্র চৌদ্দ দিন নিজের ঘরে হোম কোয়ারেন্টাইন
বাঁচতে হলে নিঃসংগতাই চাই।।
এখন চলছে মোদের দুর্দিন সামনে আসবে সোনার সুদিন
নিয়মটাকে যদি মেনে চলি।
হাতে হাত ধরবো না কোলাকোলি করবো না
এ কথাটাই মোরা সবে বলি।