জাগো বাঙ্গালী জাগতে হবে
--মহাদেব দাশ

চারিদিকে ক্ষ্যাপা কুকুরের দল ক্ষেপেছে আজ
ন্যাড়া কুত্তার দলের আজ নেইকো কোন লাজ।
কুত্তা ক্ষেপে সাধারণত কার্তিক মাসে
মানষরূপী জানোয়ার ক্ষেপে বার মাসে।
মানুষরূপী হায়েনার দল ছোবল মারে
মা বোনেরে কখনও তারা দেখে নারে।
লোলুপ দৃষ্টি পড়ে সবার উপরে
ইজ্জত নেয় আপন ভাগনেরে।
ধর্ষন-হত্যা এখন তাদের নিত্য ব্যাপার
হাত পা ধরলেও তাদের নেই কোন ছাড়।
ভদ্রবেশী মুখোশধারী, তারা সমাজের দূশমন
জাতিভেদ নেইকো তাদের, নয় তারা আপনজন।
রুখে দাড়াও-রুখতে হবে, নইলে সমাজ ধংস হবে
জাগো বাঙ্গালী-জাগতে হবে, জাগলে নারী রক্ষা পাবে।
০৩/১০/২০২০ ইং