ইচ্ছে করে
--মহাদেব দাশ
খুব খুব ইচ্ছে করে
তোমাকে কাছে পেতে।
পারছি না কোনভাবে
অতবড় লোভ সামলাতে।
কখন জানি কি হয়
সারাক্ষণ ভয়ে থাকি
নিন্দুকেরা হাতে তালি দিয়ে
কিছু বলে পিছু ডাকি
তুমি ছিলে, থাকবে
জন্ম থেকে জন্মান্তর অবধি।
চিরসাথী হয়ে তুমি আমার
ছিলে নিরবধি।