হও সাবধান
- মহাদেব দাশ
ভব নদীর মাঝে পড়ে,
হাবুডুবু খাচ্ছি ভাই
সাঝের বেলা ভাবছি বসে,
কেমনে পার হবো তাই।
শিশুকালে খেলার ছলে,
যৌবন কালে প্রেমের তালে
স্ত্রী সন্তানের মায়ায় ভুলে,
সোনার দিনগুলি গেল চলে।
কেমনে হবো পার,
যদি একটুখানি সময় পায় ধার
ভেবে ভেবে চিন্তা হচ্ছে ভার,
কেউ দেবে না ছাড়।
সাথে নেইতো কড়ি,
কেমনে দিব পাড়ি
কড়ি বিনে মাঝি মোর
দেবে নাকো ছাড়ি।
ভব পারের কান্ডারী একজন,
যাত্রী মোরা লক্ষজন
মনে মনে একমন না হলে
বিফল হবে আয়োজন।
সময় থাকতে হও সাবধান
দম ফুরালে কেউ শুনবে না গান।