হতাশা
-মহাদেব দাশ
হতাশা একটি মানসিক অনুভুতি
যার মাত্রারিক্ত উপস্থিতি কখনো কখনো
মানসিক বিপর্যয় ডেকে আনতে পারে।
এই সমাজে পুরুষের তুলনায় নারীরা
বেশি হতাশায় ভোগেন, আবার জিনের
পরিবর্তনেও হতাশা বাড়তে পারে।
ইচ্ছে পুরণ না হলে, কাজের আশানুরূপ
ফল না পেলে, মনের ভিতর মানসিক
অবসাদের সৃষ্টি হয়- সেটাই হতাশা।
লক্ষ্যে পৌছানো সম্ভব না হলে, হাল ছেড়ে
দেয়ার প্রবনতাই হতাশার লক্ষণ।
মেজাজ হয় খিটখিটে, মন খারাপ করে থাকা
উদাসীনতা, একের রাগ অন্যের উপর মেটানো
হতাশার আর এক লক্ষণ।
কি আছে, কি নেই- সেই দোলাচলে পড়ে
মন পড়ে যায় বিপাকে।
নিরাশার পাল্লাটা হয় ভারি, হতাশাগ্রস্থ হয়ে
পড়ে যায় ঘুর্ণিপাকে।
ব্যর্থতার সাগরে না ডুবে নিজেকে আশাবাদি
হওয়ার চেষ্টা করতে হবে।
বিষন্নতায় না ভুগে, নিজে নিজে চেষ্টা, অন্যের
সাহায্য নিয়ে কাজ করে যেতে হবে।
২৪/০৯/২৩ ইং