হরতাল-অবরোধ
-মহাদেব দাশ
চলছে হরতাল-অবরোধ, কোথায় মোদের বিবেক বোধ
জিম্মি হচ্ছে মানুষজন, বাড়ছে বেজায় মোদের দূর্ভোগ।
গোটা জাতি দেশ সমাজ জিম্মি, জিম্মি দেশের অর্থনীতি
ব্যবসা বানিজ্যের ঘাটতি, বাড়ছে না দেশের কোন গতি।
জ্বালাও পোড়াও নৈরাজ্যের ফলে হচ্ছে দেশের ক্ষতি
বাস ট্রেনে আগুন দিয়ে আমাদের কি হচ্ছে উন্নতি ?
কত না মায়ের কোল খালি হলো, হরতাল-অবরোধে
একটুও কি বাধলো না, আমাদের বিবেক-বোধে।
কোথায় গেল আজ মানবতা, কোথায় গেল মনুষ্যত্ব
আমরা সবাই মানবজাতি, এটাই মোদের বিশেষত্ব।
সাম্প্রদায়িকতা ভুলে মোরা, সকলের কথা বলি
সুখে-দুঃখে একে অন্যের কাধে কাধ মিলিয়ে চলি।
আর নয় হরতাল-অবরোধ, আর নয় সংঘাত
সকলে মিলে লড়াই করবো ঘাত-প্রতিঘাত।
২৬/১২/২০২৩ ইং