হারিয়ে গেলো
-মহাদেব দাশ
শ্রাবনের মেঘের মতো তোমার অশ্রুধারা
সিক্ত হলো আজ ।
তুমি বসে আছো শুন্য হৃদয়ে মনের বাসরে
ফেলে রেখে কাজ ।
মনের ব্যাকুলতায় তুমি থাকতে চেয়েছিলে
তুমি সেরা তুমি অনণ্য।
ভ্যাগ্যের নির্মম পরিহাসে তুমি আজ নিজেকে
করেছো সেরা জঘন্য ।
এতো লোভ এতো দুর্বলতা ছিল তোমার
তার প্রতি ছিল সব ।
কেন মিথ্যের মায়াজাল বিস্তার করে প্রভাবিত
করেছিলে তোমার রব।
ছলনাময়ী হয়ে তুমি এসেছিলে আমাকে অকুল
সাগরে দিলে ভাসায় ।
আমার শুন্য হৃদয়খানি অতিব ব্যাকুল ছিল
কিছু পাবার আশায় ।
কি পেলে, তুমি নাকি প্রতিশোধ নিতে চেয়েছিলে
মিথ্যের উপর দাঁড়িয়ে।
পারলে না তো, মিথ্যেকে আড়াল করা যায় না
সব গেলো হারিয়ে ।