গোধুলি বেলায়
-মহাদেব দাশ
অস্তগামী সূর্য্য এ গোধুলি বেলায় হালকা
সোনালী কিরণ ছড়ায়
সন্ধ্যা নামার আগে গরু গোয়ালে ফেরে
আকাশে ধুলি উড়ায়।
সারদিন ক্লান্তি শেষে পশুপাখি মানুষজন
আপন আপন বাসায় ফেরে
ঐ সময় আনন্দ উত্তেজনা মিলনের প্রতিরূপ
শুভময় মুহুর্ত বিরাজ করে।
রক্তিম আলোয় লাল হয়ে উঠে পশ্চিমা আকাশ
সোনালি আলোয় ভরে উঠে
মাঠে মাঠে সোনাভরা ফসল আর সবুজ প্রকৃতি
সতেজতায় জেগে উঠে।
একদিকে সন্ধ্যা প্রদীপ ওদিকে আজানের ধ্বনি
নতুনের আশা জাগায়
দিকে দিকে ঈশ্বরের জয়গান, ভরে উঠে মনপ্রাণ
জাগ্রত মনে বাঁচায়।
গোধুলি বেলায় শিউলির গন্ধে নিঃশ্বাসে ভরে মন
এ ছন্নছাড়া জীবন
পড়ন্ত বেলায় কেন ফিরে যেতে চায় বিষাক্ত মন
কত দুরে ঐ গগণ।
০৭/০৯/২০২৪ ইং