সুখের আশায়
-মহাদেব দাশ
অবারিত ক্লান্তি, আসেনা ঘুম চোখে
সারারাত জেগে থাকি কিসের নেশায়
চোখে-মুখে যেন ক্লান্তির ছাপ।
অনিয়মের বেড়াজাল ভেদ করে
আজ আমি নিশুতি রাতের পাহারাদার
অসীম শুন্যতায় এগিয়ে একধাপ।
জীবনের এই গন্তব্যহীন লক্ষ্যে-
অজানা পথের সন্ধানে আমি এক যাযাবর
হাঁটছি ভ্রান্ত পথিকের বেশে।
হয়তবা সুখপাখি দেবে না ধরা
আমার এই অশান্ত জীবনে সুখের হাওয়া
নিরাশার কালো মেঘের দেশে।
বসে থাকি তোমার অপেক্ষায়
সুখপাখি কখন আসবে আমার দরজায়
জয়ের নিশান উড়িয়ে।
সুখ কখনো থাকেনা চিরকাল
আসবে যখন, হয়ত থাকবেও না চিরকাল
চারিদিকে ঢাক-ঢোল পিাটয়ে।
৩০/০১/২০২৫ ইং