একফোঁটা অশ্রু
--মহাদেব দাশ

জীবন সাহাহেৃর পড়ন্ত বিকেলে
অশ্রুসিক্ত নয়নে হঠাৎ --
এক ফোঁটা অশ্রু গড়িয়ে এলো।
আমি বিস্মিত হলাম না,
দুরের জনালায় চোখ রেখে
অজানা রহস্যের উন্মোচনে
শুধুই তাকিয়ে রইলাম।
পড়ন্ত যৌবনে আজকাল
চোখে কিছুটা ঝাপসা দেখছি,
অস্পষ্ট ভাবে হৃদয়ঙ্গম হলো কিছুটা
হয়তবা, জানালায় দাঁড়িয়ে
কোন এক নারীর বিমূর্ত ছায়া।
মায়াবী চেহারাটা দেখার জন্য
আমার লোলুপ দৃষ্টিটা
আর একটু সজাগ হলো।
আমার দৃষ্টিটা একটু প্রখর করতেই
দেখি- সেই চাঁদমাখা মুখটি।
অবিকল সেই ছায়াখানি
সেই অয়বব, সুনয়না কোন এক নারী।
ও-তো সেই মায়াবিনি মুখ !
আরে না না, ছলনাময়ী সে
আমি দেখতে চাই না,
আবারো একফোঁটা অশ্রু গড়িয়ে এলো।
আমি কাঁদিনি।
০৬/০৭/২০২০ইং