এই প্রচন্ড গরমে
-মহাদেব দাশ
এই প্রচন্ড তাপদাহে বিপর্যন্থ ও দূর্বিসহ জনজীবন
তীব্র গরমে পুড়ছে জনপদ, মাঠঘাট ও শষ্যের জীবন।
কখনো প্রচন্ড, আবার কখনো পড়ছে ভ্যাপসা গরম
সূর্যের প্রখরতা বৃদ্ধি পাচ্ছে, তাপমাত্রা বাড়ছে চরম।
নেমে গেছে পানির স্তর, পর্যাপ্ত পানি উঠছে না আর
নাব্যতা হারিয়ে টিউবওয়েল গুলো অকেজো এবার।
প্রচন্ড গরমে আসে না ঘুম, কোনভাবে কাটে না সময়
তাইতো রাতের বেলা জেগে মোরা ফেসবুক চালায়।
নানা রকম অসুখ বিসুখে আক্রান্ত হচ্ছে মানুষ
শরীরের তাপমাত্রা ১০৫ ডিগ্রীতে পড়ছে মানুষ।
ষ্ট্রোকে আক্রান্ত হচ্ছে তাপ নিয়ন্ত্রণ ক্ষমতা হারিয়ে
ঘাম বন্ধ হয়ে ত্বক লালাভ হয়ে দিচ্ছে রক্তচাপ বাড়িয়ে।
চারিদিকে কেবল গরম আর অসহ্য গরম
মাথা ঠান্ডা করে ধৈর্য্য ধরতে হবে চরম।
১১/০৪/২০২৩ ইং