এগিয়ে চলো
-মহাদেব দাশ
হে যুবক-
তুমি এগিয়ে যাও
আগামী দিনের জন্য তোমাকে
হাতছানি দিয়ে ডাকছে।
হে যুবক-
তুমি দুরন্ত, তুমি দূর্নিবার
তোমার পথ চলার গতি প্রচন্ড
সুন্দর ভবিষ্যত অপেক্ষা করছে।
হে যুবক-
তুমি ভবিষ্যতের কান্ডারী
পথ প্রদর্শক, তুমি নির্বিকার
যেতে হবে বহুদুর।
হে যুবক-
তুমি বিচলিত হওয়ো না
নীতিতে অটল, তুমি নিরপেক্ষ
তোমার লক্ষ্য সুদুর।
হে যুবক-
তুমি জাগরনের গান গাও
নতুনের দূত, তুমি বার্তাবাহক
তুমি নব রূপে জেগে উঠোা।
হে যুবক-
তুমি ঘুনে ধরা এই সমাজের
সংস্কারক, তুমি দূর্নীতিবাজ দের
বিপক্ষে গর্জে উঠো।