দূর্গতিনাশিনী মা দূর্গা
--মহাদেব দাশ
মা আসছে মা আসছে
খুশিতে নাচ্ছে মন
ঢাকের তালে কাশি বাজছে
দেখব ভরে দু’নয়ণ।
মহালয়া দিয়ে হলো শুরু
ষষ্ঠীতে বোধন
সপ্তমীতে ধুনুচি নাচের
হবে আয়োজন।
অষ্টমীতে লুচি খাবো ঘুরে বেড়াবো
দিয়ে পুষ্পাঞ্জলী
মনের অসুরটাকে বিনাশ করে
নবমীতে দেব বলি।
যাত্রামঙ্গল পড়ে মোরা দশমীতে
মাকে দেব বিসর্জন
তালে তালে সিঁদুর খেলে বউরা
করছে ক্রন্দন।
আসছে বছর আবার হবে
মা আসবে আবার
শান্তির বারতা নিয়ে জীবনে
ফিরে আসুক বার বার।