দু’দিনের দুনিয়া
--মহাদেব দাশ
হাসি কান্নার দুনিয়াতে
কি হবে আখেরাতে
কে জানে ভাই।
সুযোগ বুঝে কাজ করো
নইলে কেন মুখোশ পরো
দু’দিনের দুনিয়া ভাই।।
পাপ পূণ্যের বিচার হবে
দু’দিন পরে যেতে হবে
কেন মিছে করো বড়াই।
হারলে তুমি মরবে নাহি
জিতলে কভু অমর নাহি
মিছে মায়ায় পড়ো না ভাই।।
তিন হাঁটু এক হলে
গায়ে বল যাবে চলে
কেউ করবে না স্মরণ।
তুমি যদি চলে যাবে
তোমার কীর্ত্তি পড়ে রবে
হবে না তোমার মরণ।।
১৪/১১/২০২১ ইং