।। করোনা।।
-মহাদেব দাশ
তিন অক্ষর দিয়ে গড়া, নামটি তার করোনা।
একেবারে নতুন, তাই বলে অবহেলা করো না।।
সংত্রুমিত হলে পরে জ্বর সর্দি শ্বাসকষ্ট হয়।
অতিরিক্ত সংত্রুামক, যাহা দ্রুত বিস্তার ঘটায়।।
করোনা রোগ হলেই মৃত্যু, এ কথাটি ঠিক না।
বিদেশ ফেরত লোকের কাছে ভুলেও যাবে না।।
হাত ধোও ভালো করে সাবান পানি দিয়ে।
মুখে মাক্স ইউজ করো বাড়ীর বাইরে গিয়ে।।
বিদেশ থেকে এলে পরে থাকতে হবে চৌদ্দ দিনে।
নিজের নয়, অন্যের জন্যে হোম কোয়ারেন্টাইনে।।
তুমি বাঁচলে পরিবার, দেশ বাঁচবে, রক্ষা পাবে জাতি।
করোনা থেকে বাঁচতে হলে নাই অন্য কোন গতি।।