।। ছোট্ট বেলায়।।
--মহাদেব দাশ
সেই যে ছোট্ট বেলায় নিজ মনের অবলীলায়
খেলেছি না কতই খেলা
হাডুডু ডাঙ্গুলি গোল্লাছুট কখনো বা হয়ে দলছুট
নেই চিন্তা, নেই কোন জ্বালা।
শাপলা শালুকের বিলে কখনো বা সেই খালে
সাতার কেটেছি দো'বেলা
খুনসুটি আর আড্ডায় সময় যে চলে যায়
কেটেছে অলস বেলা।
রোজ সন্ধ্যে বেলায় পড়া ফাকি দেয়ার ওছিলায়
মায়ের কাছে কতই না আকুতি
এটা ওটার অজুহাত আদর্শলিপি আর ধরাপাত
না পড়ারই ছিলো মিনতি।
মাষ্টার মহাশয়ের ভয়ে সকাল সকাল স্কুলে যেয়ে
প্রথম বেঞ্চে সীট ধরতাম
স্কুলে যেতে দেরী হলে দু’কান ধরিয়ে দাড়ায় স্থলে
মনে মনে কুটনামি করতাম।
স্কুলশেষে ছুটি হলে বইখাতা নিয়ে নিজ বগলে
এক দৌড়ে বাড়ীতে ফিরতাম
বাবার ভয়ে দৌড়ে পালায় স্নেহ আর ভালোবাসায়
মায়ের আচলে মুখ লুকাইতাম।
০৫/০৬/২০২১ ইং