চলে যাবো একদিন
-মহাদেব দৃশ
হয়তবা চলে যাবো একদিন
না ফেরার দেশে
তুমি খুজবে, সবুজ প্রকৃতি, মরুর প্রান্তর
এ ধরিত্রীর বুকে।
হয়তবা খুজে পাবে কোন এক ক্ষণে
সারি সারি কবরের মাঝে, নতুবা শ্মশাণের একমুঠো ছাই
বিচলিত হবে তোমার হ্নদয়
ছন্দহীন জীবনে-
কোন এক কোণে, হয়তবা আমি ছিলাম।
তৃপ্ত হবে হ্নদয়, কারন-
হ্নদয়ের আল্পনাটা আমিই প্রথম এঁকেছিলাম
তোমারই মনের অজান্তে।
শেষ যাত্রার দিনে, যদি খবরটা তোমার কাছে চলে যায়
পারলে একবার অন্তত-
একফোঁঠা অশ্রু ঝরিও, তাহলে অতৃপ্ত আত্মা, শরীর
শান্ত প্রকৃতি, শান্ত এ মন।
০৫/০৫/২০২৩ ইং