।। ছলচাতুরি।।
--মহাদেব দাশ

দুদিনের দুনিয়াতে
কেন করো ছলচাতুরি
নিশ্বাসটা চলে গেলে
ফুরাবে তোর বাহাদুরি।
আপন আপন যতই বলো
কেউ আপন নয়
সাড়ে তিন হাত জায়গা ছাড়া
তোমার কিছুই নয়।
আসছো একা, যাবে একা
সংগী কেউ নাই
সিরিয়াল দিয়ে আসছো ভবে
যাবার সিরিয়াল নাই।
তাইতো বলি ভাইরে ভাই
ছলচাতুরি ছাড়ো তাই।

০৩/০৯/২০১৯