চোখের আলোয়
--মহাদেব দাশ
কি যাদু আছে, তোমার ঐ চোখের ইশারায়
সাঁঝের বেলায়, তাইতো আজ পড়েছি মায়ায়।
চোখের ইশারায়, আর তুমি ডেকো না আমায়
ঝলসে যারো, হয়তবা তোমারি রূপের ছোঁয়ায়।
মায়াবি চোখে, নিদ্রাহিন জোছনা রাতের চাঁদের আলোয়
আসক্ত আমি, তোমার ঐ কাজল কালো চোখের আলোয়।
তোমারি চোখ, হয়তবা প্রথম প্রেম শুরুর ইঙ্গিত ছিল আমার
চোখের পরশ, ঐ পরশে মেতে আঁখির পানে চেয়েছিলাম তোমার।
জানালার ধারে, বসে কান্নায় ঝাপসা করে দেব আমারই চোখ
চোখের মোহ, সবচেয়ে ভয়ংকর জেনেও অন্ধ হবে দু’চোখ।
চোখের খেলায়, কখনও কখনও রঙিন স্বপ্ন গুলো হাতছানি দেয়
বিষাক্ত চোখ, কখনো বা জ্বলে পুড়ে যাওয়ার ভয়ে পিছু হটায়।
চোখের ইশারায়, মত্ত হয়ে তবুও পুড়ে যেতে চায় এ মন
চোখর ভাষায়, আমার চলার পথে শক্তি যোগায় যেমন।
২৮/০৪/২০২৩ ইং