ব্র্যাকের জন্য আমরা
--মহাদেব দাশ
ব্র্যাকের কর্মী তুমি আমি আমরা সবাই
আজ শিলাইদহে পিকনিকে এসেছি ভাই।
মোরা আজ গর্বিত ব্র্যাকের জন্য
আবেদ ভাই বিশ্বের সেরা ও অনন্য।
আবেদ ভাই তুমি রতœগর্ভা মায়ের সন্তান
ব্র্যাক আজ বিশ্বের মধ্যে নাম্বার ওয়ান।
নিরলসভাবে কাজ করি, মোরা পরিশ্রমী
নিজের চেয়েও ব্র্যাকের সন্মানটাই দামি।
কাজের ক্ষেত্র ভিন্ন হলেও লক্ষ্য মোদের এক
এক নয় দুদিন নয়, আজীবন ব্র্যাক বেঁচে থাক।
মূল্যবোধে বিশ্বাসী মোরা, মোরা একসাথে চলি
সুখে দুখে একে অন্যেরে সাথে আমরাই কথা বলি।
আমি তুমি আমরা সবাই ব্র্যাক পরিবার
ব্র্যাকের স্বার্থে সবাইকে কাজ করা দরকার।
যতদিন আছি, থাকবো, কাজ করে যাবো
জীবন দিয়ে হলেও ব্র্যাককে ভালবাসবো।