বসন্তের ছোঁয়া
-মহাদেব দাশ
আজ বসন্ত দুয়ারে দাঁড়িয়ে
ফাগুন হাওয়াই উতাল করে মন ও প্রাণ
শিমুলের লাল নিশান উড়ছে ঐ।
কোকিলের কুহুতানে মনের গুঞ্জরণে
পলাশের রক্তিম আভায় হ্নদয়ে লাল বসন্ত
মাতাল হাওয়া বইছে ঐ।
বসন্তের আবাহনে সোনালী শীতের প্রস্থান
গাছে গাছে তরু পল্লবের নতুনদের আহবান
পুরানোদের বিদায়ের সুর বাজে।
আজি বসন্ত এসেছে মনের দুয়ারে
নব-জাগরনের বার্তা নিয়ে পাখিদের কলরব
কৃষ্ণচুড়ার ডালে ডালে নতুন সাজে।
বসন্তের সমিরণে ফাগুন লেগেছে বনে
উতলা মন, উজ্জিবিত হ্নদয়, নতুনের টানে
এগিয়ে যেতে চায় মন।
দখিনা বাতাসে কোকিলের মায়াবী সুর
মুখরিত ভুবন, উষ্ণতার ছোঁয়া পেতে চায় মন
বাসন্তী রঙে সেজেছে ভুবন।
১৯/০২/২০২৫ ইং