বর্ষাকাল
-মহাদেব দাশ
বাংলার প্রকৃতিতে রুপের পসরা সাজিয়ে আসে দ্বিতীয় ঋতু
ঝিরিঝিরি বৃষ্টির নাচন নাচাতে নাচাতে আসে বর্সা ঋতু।
বর্ষায় বাংলা রাঙিয়ে দেয় ধরনী, প্রকৃতি পায় নতুন মাত্রা
বর্ষা তার আপন পবিত্র জলে ¯œান করিয়ে শুরু করে যাত্রা।
বাংলা আষাঢ় শ্রাবণ এই দুই মাস নিয়ে হয় বর্ষাকাল
ঝর ঝর বৃষ্টি ধারার কান জুড়ানো ধ্বনি আর কদমফুল।
সুন্দর শিহরনে শিহোরিত হয় প্রকৃতি, মুখোরিত হয় মন
জরাজীর্ন উদ্ভিদ গুলো নবীন বারিতে ফিরে পায় জীবন।
বর্ষায় পল্লীর প্রকৃতি অপার সৌন্দর্যে শোভা মন্ডিত
পুকুর খাল বিল পূর্ণতা পায়, যা বহুদিনের প্রতিক্ষিত।
বিলে ঝিলে শাপলা শালুক হিজল আর কেয়া ফুল
বর্ষায় আমড়া পেয়ারা আনারস আর কদম ফুল ।
বাংলার কৃষি বৃষ্টি নির্ভর, খরায় ব্যর্থ চাষাবাদ
কৃষক কৃষাণী ব্যস্ত ধান লাগাতে হলে বৃষ্টিপাত।
খর¯্রােতা নদী মাঝে মাঝে বান ডাকে ভাসায় উপকুল
জলোচ্ছাস ঘূর্নিঝড় আঘাত আনে, মনটা হয় ব্যাকুল।