বন্ধু আমার
--মহাদেব দাশ
বন্ধু মানে সমানে সমান
বন্ধু মানে পরানে পরান।
বন্ধুর দুঃখে বন্ধুকে কাঁদায়
বন্ধুর হাসিতে বন্ধুকে হাসায়।
বন্ধু মানে দু’জনেই স্বার্থহীন
বন্ধুর দুঃখকে করো বিলীন।
বন্ধু, ওগো তুমি আমার
বন্ধু সারাটা জীবন তোমার।
০৪/০২/২০২১ ইং