বিষাক্ত বিবেক
-মহাদেব দাশ
নৈতিক অবক্ষয় হলে বিবেক হয় বিষাক্ত
বিবেককে সঠিক পথে চালানো খুবই শক্ত।
নৈতিক স্খলন ঘটলে মানুষ হয় বিবেকহীন
বিবেক-কে বাদ দিয়ে হয়ে যায় চরিত্রহীন।
সমাজে নেতিবাচক কাজ করছি প্রতিনিয়ত
বিবেকহীন মানুষগুলো মোটা হচ্ছে অবিরত।
মূল্যবোধ হারিয়ে টাকার পিছে ছুটছে মানুষ
ন্যায়-অন্যায় ভুলে আজ আমরা রঙিন ফানুষ।
কালোবাজারীরা করছে অবৈধ রমরমা বানিজ্য
মাদকসহ সন্ত্রাসীদের কাজ চলছে গোটা রাজ্য।
ভুয়া ডাক্তার সেজে চিকিৎসা করছে হায়েনার দল
ভেজাল ঔষধ, খাবার খেয়ে খেয়ে গায়ে নেই বল।
পরিবহন সেক্টর জিম্মি মালিক-শ্রমিকদের হাতে
ইচ্ছেমত ভাড়া বাড়াচ্ছে, যখন তখন রাত-বিরাতে।
মজুদদার ব্যবসায়ীরা আজ বাজার করেছে দখল
রাতারাতি বড়লোক হতে-ঔষধ করতেছে নকল।
পেটের দায়ে নয়, তারা স্বভাবে ঘুষ দূর্নীতি করে
অফিসার সেজে বসে আজ নিজের পকেট ভারি করে।
দুধে ভেজাল, খাবারে ভেজাল, ভেজাল সারা দুনিয়ায়
দূর্নীতি চোরাকারবারিরা কাজ করে নেতার ছত্রছায়ায়।
ঘুষ দিলে চাকরী মেলে, মেধার যোগ্যতাই নাহি হয়
বিবেক বুদ্ধি লোপ পেয়েছে মোদের, হবে কি উপায় ?
১৯/০৩/২০২৪ ইং