বিনে সুতার বাঁধনে
-মহাদেব দাশ
ধরণীর বুকে সবাই মোরা
লাগামহীন যাত্রী
কখন মোদের ডাক আসবে
ভাবছি দিবারাত্রি।
বিনে সুতার বাধনে মোদের
জীরনটা বাধাঁ
মিছে মায়াতে যতই ঘুরি, জগতটাই
গোলক ধাঁধা।
জমিজমা টাকা পয়সা গাড়ী বাড়ী
সংগে যাবে না
টাইম ফুরালে সুতা ধরে টান দিবে
টিকেট লাগবে না।
সিরিয়াল দিয়ে এসেছি সবে
ফেরার সিরিয়াল নাই
ইচ্ছে হলে তোমাকে ডাক দিবে
জেনে রাখ ভাই।
তাইতো মোরা বলি সবে
শুনরে মানুষ ভাই
দুদিনের সংসারে মিছে মায়ায় পড়ে
হানাহানি কেন তাই।