বিবেকের দংশণ
-মহাদেব দাশ
দেহের দাবিকে বলা হয়ে থাকে প্রবৃত্তি
আর আত্মার অপর নাম হলো বিবেক।
অনেকে শত অন্যায়-অনিয়ম করিয়াও
প্রতিনিয়তই দেয় যে, নানারকম ছবক।
অনেকেরই অন্তরে মরিচিকা পড়ে যায়
তাদের কাছে বিবেকের তাড়না কাজ করে না।
আবার ক্ষমতার লোভে পড়েও অনেকের
বিবেকের দংশণ উপলব্দি করতে পারে না ।
ন্যয়-অন্যায় দেখে যদি বিবেক নাড়া দেয়
অন্যায়ের সাথে করতে হয় আপোষহীন।
অন্যায়ের প্রতিবাদ যদি তুমি করতে পারো
তাহলে তোমার জীবনটা থাকে ভাবনাহীন।
আত্মা সর্বদা পরমাত্মার মিলন প্রত্যাশি
তবুও কিছু মানুষ নিরবতাই বেছে নেয়।
স্বার্থের লোভে পড়ে বিবেক দেয় বিসর্জন
আত্মতৃপ্তি লাভে মগ্ন ক্ষণিকের নেশায়।
মানুষ হয়ে জন্মিলে যদি না থাকে বিবেক
বৃথা হলো মানব জীবন, জীবনটাই শেষ।
মনুষ্যত্বকে জাগিয়ে তোলো, ঘুচাও অন্ধকার
নইলে বিবেকের দংশণে তুমিই হবে নিঃশেষ।
২২/০৯/২০২৪ ইং