বেদনার বালুচরে দাঁড়িয়ে
--মহাদেব দাশ
বেদনার বালুচরে বাস করে ঘর বাঁধার স্বপ্ন দেখা
পুরো হিসাবের খাতাটাই গরমিল
বাঘের সাথে বসবাস করে তার সাথে মার লাগা
একেবারেই বোকামির সামিল।
বসের সাথে টক্কর দিয়ে বা পাল্লা দিয়ে চলা মানে
আগুনের সাথে খেলা করা
সাপের সাথে খেলা করা বা বসবাস করা মানে
সাপুড়িদের জীবন ভুলে ভরা।
শত দু:খের মাঝে দাঁড়িয়ে থেকেও আজ যেমন
সুখের আশা করাটাই ভুল
বালুচরে বসে তাসের ঘর বানিয়ে মিথ্যে শান্তনা
খোঁজা, মাথায় টাকহীন চুল।
সম্পর্কের মধ্যে ভালোবাসা না থাকলে যেমন
ভেঙ্গে চুরমার হয়ে যায়
ভিত শক্ত না হলে সিমেন্ট বালুর গাঁথুনি দিলেও
দালান কৌঠা ভেঙ্গে যায়।
যমের দুয়ারে দাঁড়িয়ে বেঁচে থাকার আশা করা
নিছকই বোকামী মাত্র
একবুক যন্ত্রনা নিয়ে সুখের স্বপ্ন খুঁজে বেড়ানো
মরিচ বাটা সারা গাত্র।
০৬/০২/২০২৫ ইং