বাবার আদর
--মহাদেব দাশ

খাজা বাবা ফকির বাবা সাধু বাবা
সত্যিকারের বাবা একজন।
ধর্ম বাবা গোসাই বাবা শ্বশুর বাবা
জন্মদাতা বাবাই আপনজন।
স্নেহের পরশ বুলায়ে দিয়ে বাবা
সবসময়ে আর্শিবাদ করে
নিজে আধপেটা খেয়ে বাবা
সন্তানের পেটটা ভরে।
শিশুকালে কাঁধে করে বাবা
অনেক আদর করে।
বাজার থেকে খাবার আনতে
ভুল নাহি করে।
সবকিছু দিয়ে আমার বাবা
লেখাপড়া শেখায়
বড় হয়ে বিয়ে করলে, শ্বশুর বাবা
আপন হয়ে যায়।
দুনিয়া ছেড়ে আপন বাবা চলে গেলে
বুঝতে পারি হায়
ধর্ম বাবা গোসাই বাবা শ্বশুর বাবা
কেউ আপন নয়।
২১/০৬/২০২০ ইং