আত্মসমালোচনা
- মহাদেব দাশ
সুরকারের অনবদ্য সৃষ্টি সুর,
গীতিকারের রচিত গান।
মানুষের মন কাড়ে,
শিল্পীর  কন্ঠে  জুড়ায় প্রাণ।
চারিদিকে জয়জয়কার,
খুশিতে  নাচে গায়কের মন।
গীতিকার থাকে অন্তরালে
সুরকারের খোঁজে কোন জন।
ঘটনার পিছে থাকে কারন
খোজ নাহি কেউ নেয়।
সামনে দেখলে পরে সবাই
পিছনেরটা ভুলে যায়।
বর্তমানেরটা সামনে নিয়ে
সমালোচনা করতে চাই।
অতীতের ঘটনা পতিত ভেবে
ঘুরে ফেরে বেড়ায় সবে।
আত্মসমালোচনা নাহি করে
পরের পাছায় দোষ কবে।
১৩/১১/২০২৪ ইং