অনুভুতির ছোঁয়া
-মহাদেব দাশ
অনুভুতি দেহ বা মনে সংবেদন সৃষ্টি করে
শিহরণ জাগায়।
অনুভুতি শারিরীক ও মানসিক দু’ধরনের
আবেগ বাড়ায়।
শারিরীকভাবে ঠান্ডা গরম কিংবা ব্যথা
আরাম হয় ছোঁয়াতে
মানসিকতায় মনের আনন্দ ব্যথা-বেদনা
হতাশা ভালোবাসাতে।
কেউ ভালোবাসি বললে আন্দোলিত মনে
অদ্ভুত অনুভুতি জাগে
কেউ আপনার মন জয় করলে, ভিন্নমাত্রায়
মনে আত্মতুষ্টি জাগে।
কোন কাজে সফল হলে, তৃপ্তিকর অনুভুতি
আত্মবিশ্বাস বাড়ায়।
কোন নতুন জায়গা উদ্ভাবন, দেখতে গেলে
রোমাঞ্চ জাগায়।
প্রচন্ড বা দম ফাটানো হাসি দিলে, দেহের
বিপাকক্রিয়া সুষ্ঠ হয়।
দয়া প্রদর্শণ করলে তৃপ্তিতে ছেয়ে যাবে মন
সুখের মাত্রা বাড়ায়।
বেশি মানসিক যন্ত্রনায় পড়লে সমাধান খোজে
মনে বুদ্ধি ও চিন্তা বাড়ায়।
প্রিয় কাউকে বিদায় জানালে, বিষাদে ভরে মন
বেদনাকাতর, চ্যালেঞ্জিং হয়।
ব্যর্থ কারোর লাগে না ভালো, রাগ বা ক্ষোভ হলে
ধংস বা গড়ে তোলা যায়।
১৬/০১/২০২৫ ইং