অনুরাগ
--মহাদেব দাশ

লোকে বলে- রাগ নাকি অনুরাগের আয়না
আমি বলি-অনুরাগ ছাড়া ভালোবাসা হয় না।
প্রেম যখন প্রেমের বিষয়কে অনুক্ষণ নব নব করে তোলে
তখনই অনুরাগের সৃষ্টি হয়।
অনুরাগ হলো এক প্রকার মানসিক অভিজ্ঞতা,
যাহা ব্যক্তির অভিজ্ঞতার মানসিকতার অনুভুতি।
মানব মনের এমন একটি স্থায়ী প্রবণতা
যাহা ব্যক্তির সুপ্ত মনোযোগ টিকে গতিশীল করে,
একজন ব্যক্তিকে বহুমুখী কর্ম সম্পাদনে উদ্বুদ্ধ করে।
আবার শিখনের একটি গুরুত্বপূর্ণ ফলশ্রুতি
হলো অনুরাগ বা আগ্রহ।
আগ্রহ বা অনুরাগ হলো- নতুন অভিজ্ঞতা অর্জনের জন্য
একজন শিশুর মানসিক প্রস্তুতি।
০৩/০৭/২০২৩ ইং