আমরা ক’জন
--মহাদেব দাশ
কুমারগাড়ার কেডিএফ এর ওয়াইফাই
তুমি আমি আমরা ইউজ করি আমরা সবাই।
রাজ্জাকভাই এয়ারফোন কানে দিয়ে
ব্যস্ত থাকে অন্যের কাজ নিয়ে।
মামু ওয়াসিম ব্যস্ত ফেসবুকে
খাদেমুল আছে নিয়ে লাইকে।
তোজাম ভাই আসে পাজ্ঞাবী টুপি পরে
হিরো সেজে আসাবুল ভাই আসে দেরি করে।
কুদ্দুস ভাই যায় এবার চা আনতে
সুযোগ পেলে যায় কালামকে খুঁজতে।
ডুমুরের ফুল মোস্তাফিজ ভাই মাঝে মধ্যে আসে
সুযোগ বুঝে তাই সে আসাবুলের পাশে বসে।
জামাইকে খুঁজতে খাদেমুল এদিক ওদিক তাকায়
খোকন এবার মুচকি হেসে হাতুড়ি পেটায়।
শাহিন ভাই ভাব নিয়ে মুরুব্বি সাজে
মাঝে মধ্যে তার কথায় পড়ি সবাই লাজে।
দারোগা সেজে ওসমান ভাই আংকেলকে খোজে
কালাম ওয়াসিম এর দ্বন্দ মেটাতে পড়তে হয় লাজে।
কি করি কি হয়, সময় নাহি ফুরায়
বিনয়দা এসে বলে, ব্যস্ত আছি ভাই।
দাদা এখন কবি সেজে করছে রচনা
তাইতো বলি আমাদের কথা কেউ ভুলনা।