আমার মনের জানালায়
-মহাদেব দাশ
সকাল সন্ধ্যে ভোরবেলায় আমার মনের জানালায়
কে যেন উঁকি দিয়ে যায়
পুলকিত হৃদয়ের যাতনা কখনো মন থেকে ভুলো না
ভুলেতেও মনের কল্পনায়।
যত দুরে থাকো তুমি ভুলতে পারোনি. জানি আমি
কোথায় আছো এ অবেলায়
তুমি এসেছিলে এ জীবনে পথের ভুলে আমার মনে
মায়াবী মনের দোটানায়।
নীলাচলের পথে প্রান্তরে জীবনের সমাধি তীরে
আজ আমি বড্ড অসহায়
জীবন নদীর মোহনায় সকরুন সুরের মুর্চ্ছনায়
বার বার দোলা দিয়ে যায়।
অযাচিত সুরের আহ্বানে পাখির কুহু কুহু কলতানে
পথের দিশা খুঁজে নাহি পায়
স্বপ্ন ঘেরা শান্ত নিবিড়ে তাসের ঘরের পর্ন কুঠিরে
মায়ায় জড়াতে মন নাহি চায়।
০৬/১১/২০২৩ ইং