আজও ভুলিনি
--মহাদেব দাশ
আমার মনের ইচ্ছে গুলো
প্রকাশ করতে পারিনা
তোমারই জন্য।
তুমি নিজে নিজে আজ
হয়েছে অনেক বড়
আজ তুুমি ধন্য।
হয়তবা তুমি ভুলে গেছো
সেই দিনের দেয়া কথাগুলি
আমি আজও ভুলিনি।
মনে করার মত সময় ও মন
বোধহয় আজ তোমার নেই
তবুও ভুলতে আমি পারিনি।
এখন তুমি একজন সেলিব্রেটি
অনেক খ্যাতি অনেক যশ প্রতিপত্তি
দেশজোড়া নাম তোমার।
ভুলতে পারিনা কোনমতে তোমার
স্মৃতির পাতায় চলে আসে বার বার
হৃদয়ে লেখা আমার।
২২/১১/২০১৯ ইং