আজ শ্রাবণের ধারাতে
--মহাদেব দাশ
শ্রাবণের মেঘবিধুর দিনে-
বৃষ্টির নূপুর বাজিয়ে টুপটাপ রিনিঝিনি
কেয়ার গন্ধে মাতাল করে-
গুমোট গরমের মধ্যে বৃষ্টির ঝনঝনানি।
ঋতু বৈচিত্রের সৌন্দর্য্য নিয়ে-
প্রকৃতিতে বর্ষার প্রকৃত অপরূপ সৌন্দর্য ফুটে ওঠে
মানব মন উদাস হয়ে-
বৃষ্টির ফোঁটায় কদম হিজল কেয়া ফুল ফোঁটে।
শ্রাবণের বৃষ্টির জলে-
কোমল ছোঁয়ায় সাদা শাপলাগুলোর অমলিন হাসি
আজ শ্রাবণের বরিষণে-
ঝিরঝির বাতাসে তিরতর করে কেঁপে উঠে বৃক্ষরাশি।
শ্রাবণের অঝোর ধারাতে-
নিঃস্তব্দ প্রহরে ব্যঙ এর ঘ্যাঙর ঘ্যা ডাকে মেতে উঠে
টিপ টিপ বৃষ্টির ছন্দে-
সবুজ পল্লবে বৃক্ষরাশিগুলি সুসজ্জিতভাবে জেগে উঠে।
১৮/০৭/২০ ইং