আজ মেহেরপুরে
---মহাদেব দাশ
আজ মেহেরপুরে-
বামনপাড়ায় নেই তো বামন, কালিতলায় নেই কালি
এদিক ওদিক ঘুরিফিরি, মাঝে মধ্যে শুন্য লাগে খালি।
রঞ্জিত মল্লিকের সেই বটগাছটি আজও দাঁড়িয়ে আছে
রাস্তার পাশের বেল গাছটি কবে নিরবে হারিয়ে গেছে।
আজ মেহেরপুরে-
তাতি পাড়ায় নেইকো তাতি, আজ কেউ বুনে না তাত
কাশ্যবপাড়ার দাদারা ভারত গেছে, পেটে নেই ভাত।
কাঁসারীপাড়ার কাঁসারীবাজারে নেই তো আজ কাঁসা
ভৈরব নদীর নাব্যতা হারিয়ে আজ আমরা সবাই চাষা।
আজ মেহেরপুরে-
হালদার পাড়ার কিছু হালদার আজও মাছের ব্যবসা করে
বড়বাজারের কালি পূজা, সবাই করে ভক্তি সহকারে।
মুজিবনগরের মুজিব আছে, আজ সবার অন্তর জুড়ে
কাঁটা তারের বেড়া দিছে আজ গোটা ভারত জুড়ে।
১০/০৩/২০২৩ ইং