আধুনিক হও
- মহাদেব দাশ
তুমি বড্ড সেকেলে -
এই আধুনিক সমাজের মধ্যে বেমানান
তুমি বড্ড সেকেলে -
তোমার বিরুদ্ধে অভিযোগ আছে নানান।
তুমি বড্ড সেকেলে -
তুমি সেই পুরোনো ধাচে চলো
তুমি বড্ড সেকেলে -
আর কবে আধুনিক হবে তাই বলো।
তুমি বড্ড সেকেলে -
তোমার পোশাক গুলো অনেক পুরোনো
তুমি বড্ড সেকেলে -
ঢিলেঢালা সাদামাঠা, তা তুমি জানো।
তুমি বড্ড সেকেলে-
আজকাল সবাই শর্ট ড্রেস পরে, তুমিও পরবে
তুমি বড্ড সেকেলে-
লং ড্রাইবে যাবে, বন্ধুদের সাথে ডিসকোতে যাবে।
তুমি বড্ড সেকেলে-
নাইট ক্লাবে যাবে, নাচবে গাইবে ড্রিংক করবে
তুমি বড্ড সেকেলে-
মন যা চাই, তাই করো, তবেই আধুনিক হবে।