আবেদ ভাই ও ব্র্যাক
   - মহাদেব দাশ

আমাদের আবেদ ভাই, তুমি ধন্য-ব্র্যাকের জন্য
তুমি সেরা তুমিই অনন্য
ছত্রিশ সালের সাতাশে এপ্রিল বানিয়াচং এ জন্ম
তুমিই গরীবের জন্য।
তোমাকে জন্ম দিয়েই তোমার মা আজ রতœগর্ভা
শতকোটি সালাম তার পায়ে
বিলাস বাসনা ত্যাগ করে তুমি ফিরে এসেছিলে
অসহায় মানুষের দিকে তাকায়ে।
গরীবের জন্য তোমার প্রাণ কাঁদে, তুমি গরীবের বন্ধু
বেঁচে থাকার অবলম্বন তুমি
দুঃস্থ ও অসহায়দের পাশে দাড়িয়েছো, পথ দেখিয়োছো
বিপদে সাহায্যও করেছো তুমি।
তুমি নাইট উপাধি সহ অসংখ্য পুরষ্কার পেয়েছো,
বেড়েছে তোমার সন্মান
লক্ষাধিক ব্র্যাক গড়ার কারিগরদের সঠিক নির্দেশনা দিয়ে
বিশ্বের মধ্যে নাম্বার ওয়ান।
নিরলস ও বিরল ব্যক্তিত্ব তুমি, বিশ্বের মাঝে তুমিই মহান
তোমার বিকল্প তুমি,শুধুই তুমি
তুমিই একজন, এ দেশ তথা বিশ্বে তোমার সমান কেউ নাই
তোমাকে প্রনাম জানাই আমি।
আবেদ ভাই তুমি আছো,থাকবে, ব্র্যাকও থাকবে চিরকাল
তুমি শক্তহাতে ধরেছো হাল
দুঃখী ও অসহায় মানুষের মুখে হাসি ফুটবে, শিশুরা হাসবে
দেখবে তুমি চিরকাল।
অপলক দৃষ্টিতে তুমি দেখবে,হাসবে, মুগ্ধ হয়ে চেয়ে থাকবে
বিশ্ববাসীও তাকিয়ে থাকবে।
ক্ষুধা দারিদ্রতা দুর হবে, দু:খী মানুষের মুখে হাসি ফুটবে
তোমারই স্বপ্ন সফল হবে।