জোয়ারের বেগে হচ্ছে মানুষ ভিন্ দেশেতে পাচার
থাই জঙ্গলে ধৃতরা সব আকুতি জানায় বাঁচার।
বাংলা-বার্মার বনী আদম প্রতিনিয়ত হচ্ছে শিকার
নিরীহজনের তরে ভাগ্যলিপি যেন হারিয়ে যাবার!
কোথায় গেল জাতিসংঘ কোথায় আজ ওআইসি?
কোথায় গেল মানবাধিকার, যেন এলো বানবাসী!
উপকুলে গড়ে উঠেছে চোরাচালানের কারবার
পুরোদেশটাই নেটওয়ার্কে মুঠোয় সব গডফাদার।
আরাকানী মগের ত্রাসে ছাড়ছে ভিটা বাঁচার তরে
ঝড়-তুফান আসুক যত চোখ রাঙানি নাহি ডরে।
মোদের দেশের তর”ণেরা হাজার হাজার বেকার
কর্মসংস্থান খোঁজার লাগি হচ্ছে তারা পগার।
মহাজনীর কারবারীদের শুধুই দরকার টাকার,
ধরা খেলে পাচারকৃতরা লজ্জা কি মুখ ঢাকার!
এমন নিষ্ঠুর অমানবিক কাজ ঝেঁকে বসেছে
হায়রে! কত মানব-সম্পদ সাগরে তলিয়ে গেছে।
মানবতার আহাজারি, চলছে উপকুলের কান্না
মজলুমরা কোথা যাবে, কোথায় দেবে ধর্না।
ইস্যু যখন তরতাজা করবে কয়দিন হা-হুতাশ
শ্রেষ্ঠ জীব মানুষেরাই, মানুষরে বানায় দাস!
=====