বাংলা কবিতা ব্লগ কর্তৃপক্ষকে জানাই কৃতজ্ঞতা, ধন্যবাদ ও সশ্রদ্ধ অভিবাদন। উনারা আমার করা একজন কবির একটি অভিযোগকে আমলে নিয়েছেন। আমি এখানে কবির নাম উল্লেখ করতে চাই না। কাউকে বিব্রত করতেও চাইনা। সংশ্লিষ্ট কবিকে মন্তব্যের মাধ্যমে আমি আহ্বান জানানোর পরও তিনি নীরব ছিলেন। বুঝতে পারছি না ব্যাপারটা, অথচ তিনি এই সাইটে ডুকে কবিতাও পোস্ট করেছিলেন। যা-ই হোক কর্তৃপক্ষ যে কোন অনিয়ম বা নীতিমালার বিরুদ্ধে যথাযথ অ্যাকশান নেন তার প্রমাণ। আশাকরি এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। বুঝা যাচ্ছে উনাদের কঠোর নজরদারিতে রয়েছেন সকল কবি ! যাতে কেউ নীতিমালা লঙ্ঘন করতে না পারেন।এটাও একটা বেশ ভাল দিক বটে। আবারও সাধুবাদ জানাচ্ছি কর্তৃপক্ষকে।
আলোচনাটি ৭৫৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ১১/১২/২০১৭, ০৮:০৩ মি: