সময় সদা একরকম যায় না সবার জীবনে।
পৃথিবীর তাবৎ দুঃখ কি তবে একজনেরই ললাটে থাকে?
রাতের তিমির কাটিয়ে কোন না কোন সময়
দিগন্তে হাসির সুবর্ণরেখার দেখা মিলবেই।
আশাহীন স্বপ্নভঙ্গের মনোবেদনা নিয়ে জীবনপাত করে,
হাতগুটিয়ে বসে থাকা সাজে না।
জীবন খেলাঘর নয়, কেউ তোমাকে ফেলে চলে গেছে,
তুমি কার আশায় তীর্থের পথিক?
তরঙ্গহীন নদী অনাব্যতার স্বাক্ষর বহন করে।
সিংহ দিলে পাল তুলে দাও, ওপারে অপেক্ষমান
ডানা প্রসারিত করে আছে সেই, সেই স্বপ্নের গাঙচিল।

সেই গাঙচিলের দেশে চলো, ডিঙিয়ে
দু:খের রজনী ক্লান্তি দিতে পাড়ি
শত মায়ের বোনের নীরবে ঝরছে অশ্রু আহাজারি।
ক্লান্ত শেরপা এগিয়ে চলে এভারেস্ট বিজয়ে
নিশান উড়াবেই উড়াবে, চলে এই দৃঢ় কদম
যতক্ষণ শ্বাস আছে-আসুক বাধা দিতে যম
বিজয়ের শৃঙ্গে ওই তো দেখা যায় পত পত উড়ছে ঝান্ড
সে তো লাল-সবুজেরই উড়ন্ত নিশান।
*****