কবিতা তো শব্দের খেলা শব্দ দিয়ে গাঁথা
শব্দে শব্দে ভরে দেয়া খাতার প্রতি পাতা।
পাতায় চলে অঙ্কন সুখ-দুঃখের বর্ণিল কথা
বিজয় রচে সেথায় এঁকে ভালবাসার বার্তা।
কলমের তুলি প্রতি পরতে কালি দ্বারা সজ্জিত
মনের সুখে পাতায় হয় হৃদয়ের মালা অঙ্কিত।
কবিরা হলো স্বপ্নচারী মানুষকে দেখায় স্বপ্ন
কবিতারা হয় প্রেমময়ী দেশ হয়ে যায় স্বর্গ।
কখনো বা লিখতে লিখতে থমকে যায় লিখা,
জ্বলে উঠে মনের মাঝে বিদ্রোহী অনল শিখা।
শব্দের খেলার ছলে কভু কলমযোদ্ধা হয় বধ
প্রতিপক্ষকে মারে বাণ যদি সে হয় ভিন্ন মত!
এমন হীন অনিষ্টতা কেবল পশুবৃত্তির নামান্তর
কিল বিল করে সর্বত্র কলমবাজ নামের ইতর!