কোকিল ডাকে পলাশ-শিমুলের ডালে
দেয় ঋতুরাজ বসন্তের আগমন ঘোষণা,
সেই কতকাল তোমায় বিহনে হাহাকার
আজি থেকে হলো নতুন প্রেমের সূচনা।
কুহু ডাকা হৃদয়খানি যেন করে আনচান
বিরহীর বেদনার বুঝি এবার হবে অবসান।
নতুন সুরে নতুন গান, কোকিলের আহ্বান
প্রকৃতির রূপ নিয়ে সাজলো ফুল বাগান।
কতকাল ধরে যতন করে শিমুল-পলাশ ফুল
জোয়ার-ভাটার নীরব সাক্ষী খালের দু’কুল।
গাছগুলো বেড়ে উঠে, বয়ে গেছে পাশ দিয়ে
মনোহররূপে এঁকে বেঁকে অনেক দুর গিয়ে।
মালিবিহীন অপেক্ষায় বৃক্ষ ছায়াতে কত পথিক
এগিয়ে আসে সাজতে চায় কত নতুন প্রেমিক,
যখন ছিলাম খোঁপার ছোঁয়া, তোমার সেই স্মৃতি
কেমনে ভাঙতে পারি তোমায় দেয়া প্রতিশ্রুতি?