সেদিন রাতের আকাশে ছিল লক্ষ তারারমেলা
তারকাদের বিস্ময় ভরা মিতালী সৃদৃঢ় বন্ধন
আকাশের সুশীতল ছায়ায় নীল পরীদের গান
আনন্দেমত্ত তারাদের নিয়ে সই পাতানোর খেলা
তুমি বিনে জোৎস্না দেখা অপূর্ণ রয় মনোবাসনা
জেগে থাকা বৃথা নেই আলিঙ্গনের পরশ আগমনী
রাত জাগানিয়া বনের পাখিদের ডানা ঝাপটানি
আমায় নির্ঘুম দেখে পায় তারা অফুরন্ত প্রেরণা।
কারো জন্য অপেক্ষার প্রহর কাটার হয় না শেষ
বসন্তের পর বসন্ত যায় চলে নির্ধারিত এই জীবন
পথহারা পাখিরা পায় আলোর দিশা হলে মিলন
আমার যে জন হৃদয়ে গাঁথা সময় কাটে বেশ।
জীবনের এই ভবলীলা তব সাঙ্গ হয়ে যায় যদি
তবুও বসুন্ধরায় প্রেমের ফল্গুধারা বইবে নিরবধি।