১.
লোকে অনেক সময় প্রশ্ন করে বসে
আপনি কি করে অলস সময় কাটান?
মৃদুু হেসে বিনয়ের সাথে বলি
যাদের সময় জ্ঞান থাকে-তাদের অলস সময় থাকে না
না, মানে বলতে চাচ্ছিলাম কীভাবে অবসর সময় কাটান?
অলস সময় এবং অবসর সময় কাছাকাছি
আমার তো অবসর নেই,
অবসর নেব সেই সময়-ই নেই।
২.
অবসর কেন নেব, কেন অলস সময় কাটাব
আলস্য ভয়াবহ ব্যাধি নয় কি?
অবসর চিন্তার ব্যাপারটাই একপ্রকার অলসতা।
সুন্দর ধরিত্রী, ভুবন মোহিনীরূপ
দিগন্ত বিস্তৃত নীল আকাশের হাতছানি
রিম ঝিম বৃষ্টির সুর, কোকিলের সুমধুর কুহুতান
শরৎ-হেমন্তের চোখ ধাঁধানো রূপবৈচিত্র্য।
আহারে! কী মায়া জড়ানো, ভালোবাসাপূর্ণ পৃথিবী
মানুষের কাছকাছি থাকতে মনটা বড়ই ব্যাকুল
স্রষ্টার অপরূপ সৃষ্টিকে হৃদয় দিয়ে অবলোকন করে
নিষ্কলুষ জীবন উপভোগ করার মাঝেই রয়েছে অপার আনন্দ।