সালফি মনি উপরে তাকায়
বলে টিকটিকিকে
দেয়াল বেয়ে যাস কই
মারব বেটা তোকে।

টিকটিকিটা তাকিয়ে দেখে
তেলাপোকার কাণ্ড,
খাব তোরে পালাইস নারে
ধরব জলজ্যান্ত।

তেলাপোকা তেলাপোকা
করিস কি তুই?
একটু দাঁড়া যাসনে কোথা
পালিয়ে যাস কই?

আঁধার নেমে আসলে ঘরে
তোর দেখা মেলে
তোর কারণে অনেক কিছু
যায় রসাতলে।