তোমাকে দেখেছি সাগরের ঢেউয়ে ভেসে উঠা
ভর দুপুরে সমুদ্র বিলাসীনির প্রতিরূপ নিয়ে
ঝিনুকের তৈরি মালা হাতে একাকী সেদিন
যেনো আমার বুকে এসে পড়লে ঝাঁপিয়ে
দু’ চোখ বেয়ে নামলো অঝোর ধারা
বললে, কোথায় ছিলে তুমি এতদিন?
বিশাল বালুচরে চোরাবালির ভয় নেই?
রোদে পুড়ছে পদযুগল, তবু তোমার হুশ নেই
যেনো শত জনমের অগ্নিপ্রেম উতলিয়ে উঠে প্রাণে
এই কি চাও তবে আপন মনে?
এসো তবে নিরালায় চলো গিয়ে করি ভাব বিনিময়
কতদিনের চেনা বন্ধু, কতদিনের যেন পরিচয়,
আঁখি কোণে জলের ফোঁটা সাগরে গড়িয়ে যায়
যদি দেখা না হত তবে আজ মরিতাম হায়!
তুমি আমার প্রাণের সখা তোমায় বিহনে
কি দেখো অমন করে অশ্রু সিক্ত নয়নে?
সাগর জলে মিশে চলো ঝিনুক নিয়ে খেলি
ওগো প্রিয়, এসো দু’জনে হৃদয়ের কথা বলি।