রাতের আকাশে অনেক তারা-অনেক, অনেক..
স্বপ্নময় রাতের আকাশে গাঙচিলেরা উড়ে চলে যায়, স্বপ্নের দেশে
যার ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ-নেই বললেই চলে!
রাতের আঁধারের বুক চিরে যে যায় অনন্তের দিকে
তার হদিস পাওয়া দুষ্কর বটে!
মহবিভীষিকাময় জ্বলন্ত অগ্নিকুণ্ড অনন্তে যদিও, অনুভব তেমন কঠিন না
হা-হুতাশে কি আসে যায়? অবিশ্বাসীদের জন্য সে তো প্রস্তুত।
ব্যথা-ক্লিষ্ট মনটা উপশমের সূত্র জানা থাকলেও বরফ গলা থামবে না
মহাসমুদ্র মানে মহারণ, মাতাল উর্মিমালা ভেসে নিয়ে যাচ্ছে সব সম্ভাবনা
দ্রুতবেগে বিনাশ হয়ে যাচ্ছে সব আশা।
হঠাৎ নারী-পুরুষের হত-বিহ্বল চাহনি,
নিম্ন ভূমিসহ তীব্র দুলুনি-প্রাণীকূলের অসহায় বদন
থেমে যায় সমস্ত প্রাণের কোলাহল-ধ্বংসস্তুপ সব!
প্রকৃতির বুকে নীরব আন্দোলন চলে নিয়ত-বদলে যায় সবকিছু
প্রত্যহ ভোর রাতে যথারীতি নিদ্রা ভঙ্গ হয়।
দেয়াল ঘড়িটা টিক টিক তার অস্তিত্ব জানান দেয় নিজস্ব গতিতে
কিছু বই পত্র, মোবাইল সেট, টিভি রিমোর্ট পাশে রাখা
মা বলতে শিখিয়েছেন ঘুম থেকে উঠার সময় “আল্লাহ আকবর”
জড়তা-আলসেমি হাওয়া হয়ে যায়, দুঃস্বপ্নের ইতি টেনে
জানালা দিয়ে দৃশ্যমান এখনো সে-ই অনেক তারা রাতের আকাশে।।