পুষ্পিত কাননের হে প্রষ্ফুটিত রাঙ্গা গোলাপ,
কার তরে ফুটিয়াছো ভুবন করিতে সুবাস?
সুন্দর তব তোমার গায়ে কেন এত কাঁটা
কার আঁখি জলে ভাসে করিয়া সর্বনাশ?
রাঙ্গা গোলাপ হাসিয়া কহে, হে প্রেমিক সকল
গোলাপ গোলাপ-ই যদিও বা কাঁটায় ভরা
গোলাপ বিনে হয়নাকো কারো কাছে আসা
প্রেমের তরে প্রাণটা দিতে হয় যে পাগলপারা!