রক্ত দিয়ে কিনেছি মাগো তোমার স্বাধীনতা
লক্ষ্য আজও হয়নি পূরণ তাই তো মনে ব্যথা
তোমার জন্য দিয়েছিলো
রক্তে আগুন লেগেছিলো
বাংলা মায়ের দামাল ছেলে দিয়েছিলো ঝাপ
পালিয়েছিলো পাকসেনারা বিষাক্ত কালসাপ।


কান্দে কেন সাহেব আলী পায় না দু’মুঠ খেতে
হারিয়ে দু’পা জীবন তরী চলছে কোনো মতে
দু’ বেলা ভাত জোটে না
ঝরে পড়ে অশ্রুকণা
রক্ত দিয়ে কেনার দাম পায়নি আজও ক্যান
লড়েছিলো জানটা নিয়ে হাতে মেশিনগান।


নেই তো এখন পাকসেনারা ঝরে কেনো রক্ত
গুলিতে মরে স্বাধীন মানুষ স্বাধীনতার ভক্ত
একাত্তরের কালো রাতে
লাশ ভাসতো ডোবা ক্ষেতে
সেই সে কালো রাতের কথা হয় যে স্মরণ
কেনো আজও বন্ধ হয়নি জঘন্য নির্যাতন!

শপথ নিলো তোমার ছেলে স্বাধীনতা রাখবো
সোনার স্বদেশ গড়তে মোরা ঐক্যবদ্ধ থাকবো
আর হবে না কোনো ভেদ
মুছে যাবে সকল বিভেদ
আগুনঝরা সেদিনগুলি নিভিয়ে সোনার দিন
শোধতে হবে লাখো শহিদের রক্তমাখা ঋণ।